ভাইরাসের বৈশিষ্ট্য, গঠন প্রকারভেদ ও গুরুত্ব
জিন থেরাপিতে বাহক হিসেবে ব্যবহার করা হয় -
ব্যাকটেরিয়া
ভাইরাস
ছত্রাক
শৈবাল
জিন থেরাপিতে বাহক হিসেবে সাধারণত তিন ধরনের ভাইরাস ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে–
১. রেট্রো ভাইরাস
২. এডিনো ভাইরাস ও
৩. এডিনো এসোসিয়েটেড ভাইরাস।
PRS ও Flavi ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ দুইটির প্রতিকার ও প্রতিরোধের উপায় একই রকম।
কারণ-
i. উভয়ই RNA ভাইরাস
ii. উভয়েই আকৃতি একই রকম
iii. উভয়ই পতঙ্গবাহিত
নিচের কোনটি সঠিক?
ভাইরাস বংশবৃদ্ধিতে পোষকের কোন অংগানু ব্যবহৃত হয়?
“ভেরিওলা” ভাইরাস দিয়ে কোন রোগ সৃষ্টি হয়?
কে প্রথম তামাক গাছ থেকে TMV কেলাসিত করেন?