সবাত শ্বসন

জীবকোষের অভ্যন্তরে ঘটতে পারে—

i. সবাত শ্বসন

ii. অবাত শ্বসন

iii. গাঁজন

কোনটি সঠিক?

BB 16

যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয়,ফলে জৈব যৌগে সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক গতিশক্তিতে পরিনত হয়,তাকে শ্বসন বলে। শ্বসন দু’ভাগে বিভক্ত।সবাত শ্বসন ও অবাত শ্বসন।

জীবকোষের অভ্যন্তরে সবাত ও অবাত দুইটি ঘটতে পারে। 

সবাত শ্বসন টপিকের ওপরে পরীক্ষা দাও