সুচেতনা
জীবনানন্দ দাশ দারুচিনি-বনানীর ফাঁকে নির্জনতার কথা বলেছেন কেন?
• ‘সুচেতনা’ কবিতাটি জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এই কবিতায় কবি সুচেতনা সম্বোধনে তাঁর প্রার্থিত, আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। পৃথিবীব্যাপ্ত অন্ধকার বা অশুভের আড়ালেই রয়েছে আলোকোজ্জ্বল মুক্তির দিশা,কবি সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ -রক্তপাত-প্রাণহানীর ঘটনারও প্রতিফলন ব্যক্ত করেছেন ।