পেশির গঠন, প্রকারভেদ ও কাজ এবং 'রডস ও লিভার
টেন্ডনের ক্ষেত্রে কোনটি সঠিক?
টেনডন (Tendon) : টেনডন হলো ঘন, মজবুত, শ্বেত বর্ণের নমনীয় ও অস্থিতিস্থাপক তন্তুময় যোজক টিস্যু যেগুলো মাংসপেশির প্রান্তে অবস্থান করে পেশি ও অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে ।
অস্থিসন্ধি (Joint) : একটি অস্থি অন্য একটি অস্থির সাথে সংযুক্ত হয়ে যে সন্ধিস্থল গঠন করে তাকে অস্থিসন্ধি বলে । অস্থিসন্ধি থাকার কারণে দেহের বিভিন্ন অঙ্গকে বিভিন্ন মাত্রায় সঞ্চালন করা যায় ফলে চলন, নড়ন, ভারবহন
মানবদেহে কঙ্কালপেশি চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয়না।
হাতের সঞ্চালনের চেয়ে পেশি সহায়তা করে-
নিচের কোনটি সঠিক?
অনৈচ্ছিক পেশি সাধারণত অবস্থান করে -
পৌষ্টিকনালিতে
চোখে ও জিহ্বায়
শ্বাসনালিতে
নিচের কোনটি সঠিক?
ইন্টারক্যালেটেড ডিস্ক নামক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পেশিটি-
নিচের কোনটি সঠিক?