বিশ্বগ্রাম ও ধারণা

টেলি যোগাযোগের মাধ্যমে যেকোনো সভা করার প্রক্রিয়ার নাম কি?

টেলিকনফারেন্সিং হল একটি প্রযুক্তি যার মাধ্যমে এক বা একাধিক স্থানের মানুষ একসাথে ভয়েস, ভিডিও এবং ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে যোগাযোগ করতে পারে। এটি বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অনুষ্ঠিত হতে পারে যেমন টেলিফোন, ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার, ইন্টারনেট ইত্যাদি।

বিশ্বগ্রাম ও ধারণা টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

আমেরিকায় MIT অধ্যয়নরত আবরার তার বাবা-মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। এক্ষেত্রে আবরার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তা গ্রহণ করে। আবরারের বাবা-মায়ের জন্য যোগাযোগ ব্যবস্থা-

i) ফেসবুক

ii) ম্যাসেঞ্জার

iii) স্কাইপি

নিচের কোনটি সঠিক?

আমেরিকা, ইউরোপ কিংবা উন্নতদেশগুলোতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক বিকাশের ফলে তৈরি হয়েছে-

i) বিপুল পরিমাণ ডেটা প্রসেসিং

ii) আইসিটি এনাবল্ড কাজ

iii) ডেটা বিশ্লেষণ

নিচের কোনটি সঠিক?

তথ্য প্রযুক্তির বিশ্বায়ন বাস্তবায়নে প্রয়োজন- i) দক্ষতা ii) উপযোগিতা থাকা iii) সক্ষমতা নিচের কোনটি সঠিক?

অর্থদন্ডে দন্ডিত হয়েছে এমন সফটওয়্যার কোম্পানি-

i) আমাজন

ii) গুগল

iii) ফেসবুক

নিচের কোনটি সঠিক?