১.৬ গ্যাস এর আংশিক চাপ ও ডাল্টন এর সূত্র

ডাল্টনের আংশিক চাপ সূত্র কার্যকর হয়-

  1. উচ্চচাপে

  2. নিম্নচাপে

  3. স্থির তাপমাত্রায়

নিচের কোনটি সঠিক ?

RB 16

ডালটনের আংশিক চাপ সূত্রের বিবৃতি হল-

কোন নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণের কোন একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রার মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করত তাকে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলা হয়। ওই গ্যাস মিশ্রনের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাস সমূহের আংশিক আংশিক চাপ সমূহের যোগফলের সমান।

যেহেতু তাপমাত্রা নির্দিষ্ট তাই একে স্থির তাপমাত্রা বলা যায়

১.৬ গ্যাস এর আংশিক চাপ ও ডাল্টন এর সূত্র টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

25C 25^{\circ} \mathrm{C} তাপমাত্রায় N2O4( g)2NO2( g) \mathrm{N}_{2} \mathrm{O}_{4}(\mathrm{~g}) \leftrightharpoons 2 \mathrm{NO}_{2}(\mathrm{~g}) বিক্রিয়াটির সাম্যধ্রুবক, Kp=0.008 atm \mathrm{K}_{\mathrm{p}}=0.008 \mathrm{~atm} এবং N2O4 \mathrm{N}_{2} \mathrm{O}_{4} এর আরশিক চাপ 0.8 atm 0.8 \mathrm{~atm} হলে বিক্রিয়াটিতে NO2 \mathrm{NO}_{2} এর আংশিক চাপ কত?

STP তে একটি 10 dm3\mathrm{ 10~dm³} আয়তনের পাত্র মোল ভগ্নাংশের ভিত্তিতে 30% A, 60% B ও 10% C গ্যাসের মিশ্রণ ধারন করে এবং মিশ্রেণে A গ্যাসের পরিমাপ 14.28 g।

28° C তাপমাত্রায় 150 mL আয়তনের পাত্রে 0.41 atm চাপে CO2 গ্যাস রাখা আছে এবং  200 mL আয়তনের পাত্রে 0.20 atm চাপে O2 গ্যাস রাখা আছে।তাদের মিশ্রণ 0.5L পাত্র রাখা আছে। তাদের মিশ্রণ 0.5 L পাত্রে রাখা হলে মোট চাপ কত হবে?

4.0g CH4 এবং 24g O2 গ্যাসের মিশ্রণে CHএর মোল ভগ্নাংশ কত?