ডেটাবেজের ধারণা ও ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
ডেটাবেজ অন্তর্ভুক্ত ডেটাগুলোকে ছোট-বড় আকারে সাজাতে-
i. Ascending সিলেক্ট করতে হয়
ii. Descending সিলেক্ট করতে হয়
iii. (A-Z) সিলেক্ট করতে হয়
নিচের কোনটি সঠিক?
Sorting হলো সাজানোর প্রক্রিয়া। ডেটাবেজের ডেটাকে ঊর্ধ্বক্রম (Ascending) (ছোট থেকে বড়) বা নিম্নক্রম (Descending) (বড় থেকে ছোট) অর্ডারে সাজানোই হলো SORT/ SORT করা হলে ডেটাবেজ থেকে তথ্য সহজে অল্প সময়ে ডেটা খুঁজে বের করে দেখা যায়। সর্টিং এর ফলে নতুন একটি সাজানো (সর্টেড) ফাইল তৈরি হয়। মূল ডেটাবেজের উপর Sort করা হলে এভাবে সর্ট করা আরেকটি ডেটাবেজ হয় বিধায় এ প্রক্রিয়ায় বেশি মেমোরি দখল করে।
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) এর প্রধান কাজ হচ্ছে-
i. ডেটাবেজ তৈরি করা
ii. ডেটা এন্ট্রি ও সংরক্ষণ করা
iii. রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা
নিচের কোনটি সঠিক?
আক্ষরিক অর্থে ডেটাবেজ হচ্ছে?
DBMS-এর সুবিধা হলো- i. সহজে ডেটাবেজ থেকে নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান করা যায় ii. সহজেই ডেটা শেয়ার করা যায় iii. কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেজকে প্রভাবিত করতে পারে নিচের কোনটি সঠিক?