নেটওয়ার্কের ধারনা ও গুরুত্ব

ডেটা কমিউনিকশনে রিসিভার হিসেবে কাজ করে-

i. মডেম

ii. টেলিফোন এক্সচেঞ্জ

iii. রাউটার

নিচের কোনটি সঠিক?

প্রাপক (Receiver): ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে গন্তব্যে আগত ডেটা সরাসরি গন্তব্যের ডিভাইস কর্তৃক গৃহীত হতে পারে না। কেননা ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে পরিবাহিত ডেটা ট্রান্সমিশন সিস্টেমের উপযোগী ফরমেটে বা সিগন্যালে পরিবাহিত হয়। গ্রাহক বা Receiver এই এনকোডেড ডেটাকে গ্রহণ করে গন্তব্যের ডিভাইসের উপযোগী ফর্মে পরিবর্তিত করে তৎপর তা গন্তব্যের ডিভাইসে ডেলিভারি করে থাকে। যেমন- মডেম, রাউটার প্রভৃতি।

নেটওয়ার্কের ধারনা ও গুরুত্ব টপিকের ওপরে পরীক্ষা দাও