ডেটা ট্রান্সমিশন ও কমিউনিকেশন
ডেসটিনেশন হিসেবে কোন যন্ত্রটি ব্যবহার হতে পারে?
ডেসটিনেশন হিসেবে মোবাইল ফোন ব্যবহার হতে পারে।
মিস্টার আরিফ তার বহুতল বিশিষ্ট ভবনে মাল্টি কম্পনেন্ট কাঁচ দিয়ে তৈরি মাধ্যম দিয়ে কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। ১০ কিলোমিটার দূরে অবস্থিত অন্য একটি ভবনের সাথে তথ্য আদান-প্রদানের জন্য তিনি IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা ট্রান্সমিশন--
i. লস অপেক্ষাকৃত বেশি
ii. লস অপেক্ষাকৃত কম
iii. সহজে বাস্তবায়নযোগ্য
নিচের কোনটি সঠিক?
যেকোনো দূরত্বে অবস্থিত প্রেরক ও গ্রাহকের মধ্যে ধারাবাহিক এক বিটের পর অপর একটি বিটের স্থানান্তর পদ্ধতি কোনটি?
ডেটা কমিউনিকেশনে ট্রান্সমিটার হিসেবে ব্যবহৃত হতে পারে- i.টেলিভিশন কেন্দ্র ii. মোবাইল ফোন iii. বেতার কেন্দ্র নিচের কোনটি সঠিক?