লালসালু
ঢাকার কোল ঘেঁষে কামরাঙ্গির চর এলাকা। নদীভাঙন কবলিত, লবণাক্ততায় জজারত, ক্ষুধা ও দারিদ্র্যের শিকার লাখ লাখ বনি আদম বিশাল ঘিঞ্জি বস্তিতে মানবেতর জীবনযাপনের মধ্য দিয়ে এ এলাকায় বসবাস করে। তারপরও ভোরবেলায় এলাকার বিভিন্ন বস্তিতে কায়দা আমসিপারা পড়ার এত আর্তনাদ ওঠে যে, মনে হয় এটা খোদাতায়ালার বিশেষ কোনো এলাকা। অথচ পাশাপাশি যুগোপযোগী বৈজ্ঞানিক ও কারিগরি শিক্ষার অভাবে এলাকার বেশিরভাগ লোকই অশিক্ষা, অনুদার শিক্ষার কুসংস্কার ও বেকারত্বের শিকার।