টেরিডোফাইটা এবং Pteris এর আবাস, গঠন ও জনুক্রম

তনুর ক্লাসে আসার সময় তাদের বাগানের উঁচু বৃক্ষের শাখার উপর জন্মানো একটা ছোট উদ্ভিদ নিয়ে এসে স্যারকে দেখালেন। স্যার বললেন, এটা অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত।

তন্ময়ের আনা উদ্ভিদটির বৈশিষ্ট্য হলো—

i. দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত

ii. কাণ্ড রাইজোম জাতীয়

iii. কচি অবস্থায় পাতা কুণ্ডলিত থাকে

নিচের কোনটি সঠিক?

DB 16

অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত Pteris।

Pteris-এর শনাক্তকারী বৈশিষ্ট্য

১। দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।

২। কাণ্ড রাইজোম (rhizome)-এ রূপান্তরিত হয়।

৩। রাইজোম র‍্যামেন্টা (ramenta) দিয়ে আচ্ছাদিত থাকে ।

৪। পাতা যৌগিক, কচি অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত থাকে ।

৫। সব স্পোর একই রকম (হোমোস্পোরাস)।

৬। স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে পত্রকের কিনারায় সোরাস (sorus) গঠন করে।

৭। স্পোরাঞ্জিয়াম ফলস্ ইন্ডুসিয়াম (false inducium) দিয়ে ঢাকা থাকে

৮। প্রোথ্যালাস (গ্যামিটোফাইট) সবুজ, হৃৎপিণ্ডাকার এবং সহবাসী ।

৯ । রাইজোমের নিচে অস্থানিক মূল বের হয়।

১০। পাতায় রাকিস (rachis) থাকে।

টেরিডোফাইটা এবং Pteris এর আবাস, গঠন ও জনুক্রম টপিকের ওপরে পরীক্ষা দাও