পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি
তরলের পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে না?
তাপমাত্রা তরলের পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে, তাপমাত্রা বৃদ্ধি করলে পৃষ্ঠটান কমে, তাপমাত্রা কমালে পৃষ্ঠটান বাড়ে। এখানে সরাসরি তাপের প্রভাব নেই।
পানি ব্যবহার করার পর কল বন্ধ করা হল।তারপরও ফোঁটা ফোঁটা পানি পড়ছিল।পরিমাপ করে দেখা গেল প্রতিটি ফোঁটার ব্যাস 4×10-7m । এরকম আঁটটি পানির ফোঁটা একত্রিত করে একটি বড় পানির ফোঁটা তৈরী করা হল।পানির পৃষ্ঠটান 72×10-3 N/m হলে,
(i)বড় পানি ফোঁটার ব্যাস কত?
(ii)পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে?
একটি তরলের ফোঁটা ভেঙ্গে 125 টি ফোঁটা তৈরি করতে কত শক্তি দরকার? [তরলের তলটান T ধরতে হবে]
তার্পিন তেলের পৃষ্ঠ টানএবং ঘনত্ব। যদিব্যাসের একটি কৈশিক নলের পাত্রের সাথে স্পর্শ কোণহয়, তবে নলটিতে তার্পিন তেল কত উচ্চতায় উঠবে নির্ণয় কর।
একটি কাঁচ পৃষ্ঠের উপর পানি ঢাললে তা যতটা ছড়ায় দুধ ততটা ছড়ায় না। এর কারণ কি ?