পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি

তরলের পৃষ্ঠটান-

  1. একক ক্ষেত্রফলে সঞ্চিত শক্তির পরিমাণ 

  2. তাপমাত্রা বাড়াতে থাকলে হ্রাস পায় 

  3. জৈব পদার্থ দ্রবীভূত থাকলে হ্রাস পায়

নিচের কোনটি সঠিক? 

প্রামাণিক স্যার

পৃষ্ঠটান হল প্রবাহীর পৃষ্ঠের একটি স্হিতিস্হাপক প্রবণতা, যা তার উপরিতলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল প্রদান করে। পৃষ্ঠটানের জন্যই কিছু কীট, যাদের দেহের ঘনত্ব জল অপেক্ষা অনেক বেশি, তারা জলের উপরিতলে ভাসমান থাকতে পারে আর হেঁটে যেতে পারে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে তরলের পৃষ্ঠটান বৃদ্ধি পায়।

পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি টপিকের ওপরে পরীক্ষা দাও