যৌবনের গান

তরুণেরা কোনো বাধা মানে না। বারুদের মতো সহজেই তরুণপ্রাণে আগুন ধরে। বন্দুক, কারাগার, ফাঁসি- কোনোকিছুর ভয়েই তার প্রাণস্পন্দন স্তব্ধ হয় না। এদের মধ্যে গাম্ভীর্য, বিনয়, ধর্মময় বলতে কিছু নেই। মৃত্যুকে হাস্য- পরিহাসে তুচ্ছ করে ওরা এগিয়ে যায় নতুন সমাজ ও মুক্তজীবনের পথে। ওরা বুলেটের মতো তীব্র ও ক্ষুধার মতো সত্য।

উদ্দীপকের তরুণরা 'যৌবনের গান' প্রবন্ধের কোন দিকটির প্রাতিনিধিত্ব করে ?

যৌবনের গান টপিকের ওপরে পরীক্ষা দাও