কার্নো ইঞ্জিন ও কার্নো চক্র
তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে কার্নো ইঞ্জিনের দক্ষতার কেমন পরিবর্তন ঘটে?
কার্নো ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তি ও ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তির অনুপাতকে কার্নো ইঞ্জিনের দক্ষতা বলে। কার্নো ইঞ্জিনের দক্ষতা, η = 100 সমীকরণে, T₁ হলো উৎসের তাপমাত্রা এবং T₂ তাপগ্রাহকের তাপমাত্রা। উক্ত সমীকরণ অনুসারে T₂ এর মান যত হ্রাস পাবে (T₁ - T₂) এর মান তত বৃদ্ধি পাবে। (T₁ - T₂) এর মান যত বাড়বে কার্নো ইঞ্জিনের দক্ষতা তত বাড়বে। এ কারণে তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে কার্নো ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়।
ইঞ্জিন A কাজ করছে 500K ও 450K তাপমাত্রায় এবং ইঞ্জিন B কাজ করেছে 450K ও 400K তাপমাত্রায়। ইঞ্জিন B এর দক্ষতা ইঞ্জিন A থেকে কতটুকু বেশি?
কোনো কার্নো ইঞ্জিনের দক্ষতা 75% এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 67°C । তাপ উৎসের তাপমাত্রা কত হবে?
The efficiency of the heat engine is
Q1=150j
Q2=100j
কার্নোচক্রের চতুর্থ ধাপে নিচের কোনটি স্থির থাকে?