৪.৩ বিক্রিয়া হার, হার ধ্রুবক

তাপমাত্রা 10° সে. বৃদ্ধি করলে বিক্রিয়ার গতির হার দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায় কারণ-

  1. বিক্রিয়ক অণুর গতিশক্তি বৃদ্ধি পায়
  2. সংঘর্ষের হার বৃদ্ধি পায় 
  3. অধিক সংখ্যক অণুর সক্রিয়ণ শক্তি বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

কবীর স্যার

1889 খ্রিস্টাব্দে প্রখ্যাত বিজ্ঞানী এস. অ্যারহেনিয়াস, (S. Arrhenius) সর্বপ্রথম বিক্রিয়ার হারের ওপর তাপমাত্রার প্রভাব অনুধাবন করেন। তিনি প্রমাণ করেন যে, সাধারণভাবে 10°C তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়ার হার দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়। এর কারণ হলো—

i) তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ক অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায় ।

ii) অণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায় ।

iii) অধিকতর সংখ্যক বিক্রিয়ক অণু বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশ গ্রহণ করে থাকে।

৪.৩ বিক্রিয়া হার, হার ধ্রুবক টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো