আমি কিংবদন্তির কথা বলছি

তার করতলে পলিমাটির সৌরভ ছিল'- চরণটিতে কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েছে?

আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ র রচিত। এখানে বাঙালির হাজার বছরের ইতিহাস তুলে ধরেছেন কবি। আমাদের পূর্বপুরুষেরা কৃষিজীবী ছিলেন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সোনাএ ফসল ফলাতেন। তারা পলিমাটি তে কাজ করতেন তাই তাদের দেহে পলিমাটির সৌরভ লেগে থাকতো।

আমি কিংবদন্তির কথা বলছি টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

বিভিন্ন মুখের কোটি অশ্বারোহী এসে

খুরে খুরে ক্ষতময় করে গেছে সহনীয়া মাটি,

লালসার লালামাখা ক্রোধে বন্দুক কামান কত

অসুর গর্জনে চিরেছে আকাশ পরিপাটি,

বিদীর্ণ বুক নীল বর্ণ হয়ে গেছ তুমি, বাংলাভূমি

'তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল বলতে কী ব্যক্ত হয়েছে?'

‘আমি কিংবদন্তির কথা বলছি’ বলতে কবি বোঝাতে চেয়েছেন-

i. বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য

ii. বাঙালির সুদীর্ঘকালের শোষণ-বঞ্চনার ইতিকতা

iii. অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী

নিচের কোনটি সঠিক?

আমার বাংলাদেশ যেন কৃষকের মাথায় উষ্ণীয়, যেন বল্লাহারা মাঝির পালে দুরন্ত হাওয়া, এগিয়ে নেওয়া স্রোতধারায় মৎস্যজীবীর গান, ফসলের মাঠে গোলাবারুদে যেন কাঁচা সোনা ধান। আমার সোনার দেশ যেন পোশাককর্মীর সুচ, আমার আশার আলো যেন প্রবাসে কাজ পাওয়া নতুন উদ্যোগে শিল্পকলা, কবিতা আর গান গাওয়া। আমার রক্তে জন্ম নেওয়া শাশ্বত সবুজ।