তাহারেই পড়ে মনে

তাহারেই পড়ে মনে' কবিতার কবি কোন ঋতুর বন্দনা করছেন না??

BB 22

তাহারেই পড়ে মনে কবিতায় কবি তার স্বামীর মৃত্যু তে শোকাহত থাকার কারণে তার মনে বসন্ত সাড়া জাগাতে পারেনি। শীতের শূন্যতা কে কবি ভুলতে পারে নি। কবিভক্ত তাদের বসন্ত বন্দনা করতে বললেও কবি তাতে মনোযোগ দিতে পারেন নি।

তাহারেই পড়ে মনে টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

ঋতুরাজ বসন্তে প্রকৃতি সাজ সাজ রবে মেতে উঠলেও ডা. ইমরান তার পেশায় ব্যস্ত থাকায় কিছুই অনুভব করেননি।

ডা. ইমরানের মধ্যে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির কোন দিকটির দৃশ্যমান?

“ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি

করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।

........................................................

কাল হতে আর ফুটবে না হায়, লতার বুকে মঞ্জরী

উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস মর্মরী।

গানের পাখি গ্যাছে উড়ে-শূন্য নীড়-

কণ্ঠে আমার নাই সে আগের কথার ভিড়।”

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: পারিবারিক অ্যালবাম খুলতে ইচ্ছে করে না এখন আর। অথচ এই অ্যালবামের ছবিই ছিল একসময় আমার অবসরের সঙ্গী। এখন সেগুলো আনন্দ নয়, বরং বেদনাই জাগায়।

উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় শোকের প্রকৃতি কেমন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী'। এখানে 'মাঘের সন্ন্যাসী' কে?