এককথায় প্রকাশ / বাক্য সংকোচন
‘তিন মোহনার মিলন যেখানে’ এক কথায় কী হবে?
এক কথায় প্রকাশ:
"তিন মোহনার মিলন যেখানে" - তেমোহনা।
কতিপয় এককথায় প্রকাশ
যাহা সহজে লঙ্ঘন করা যায় না=দুলঙ্ঘ্য
যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না=দুস্তর
যা বলা হয়েছে=বক্ষ্যমাণযা
পূর্বে চিন্তা করা যায় নি=অচিন্তিতপূর্ব
যা পূর্বে কখনও আস্বাদিত হয় নাই=অনাস্বাদিতপূর্বযা
পূর্বে শোনা যায় নি=অশ্রুতপূর্ব
দিবসের শেষ ভাগ—অপরাহ্ন।
অহনের মধ্য অংশ — মধ্যাহ্ন
দিন ও রাতের সন্ধিক্ষণ - গোধূলী