ক্ষয় সূত্র,অর্ধায়ু ও গড় আয়ু
তেজষ্ক্রিয় ক্ষয় ধ্রুবকের মাত্রা কোনটি?
কোন একটি তেজষ্ক্রিয় পদার্থের অর্ধাযু 15 বছর। 30 বছর পর উক্ত পদার্থের একটি নির্দিষ্ট অংশের কতটুক অবশিষ্ট থাকে?
ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি দেওয়ার জন্য কোনো একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর এর মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ এর নমুনাগুলো তৈরি করা হলো। উৎপাদনকালে যার তেজস্ক্রিয় সক্রিয়তা । যখন এর তেজস্ক্রিয় সক্রিয়তা এ নেমে আসে তখন এটা ক্যান্গার চিকিৎসায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এর অর্ধায়ু 1924 দিন।
A ও B দুটি তেজস্ক্রিয় মৌলের বিভিন্ন তথ্য নিম্নরূপ:
মৌল | প্রারম্ভিক পরমাণুর সংখ্যা | সময় | অক্ষত পরমাণুর সংখ্যা |
---|---|---|---|
A | 3 min | ||
B | 4 min |
প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 50 সেকেন্ড। 75% বিক্রিয়া শেষ করতে কত সময় লাগবে?