ক্ষেত্রফল ও আয়তন
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে P ( 1, 2, - 1), Q ( −2, 1, 1) এবং R ( 3, 1, 2), যেখানে, P⃗,Q⃗ \vec{P}, \vec{Q} P,Q এবং R⃗ \vec{R} R প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে বিন্দু তিনটির অবস্থান ভেক্টর নির্দেশ করে।
সীমাবদ্ধ ভেক্টর কী?
স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক 0.01 mm বলতে কি বুঝ ?
P→ \overrightarrow{\mathrm{P}}P এর উপর Q→ \overrightarrow{\mathrm{Q}}Q ভেক্টরের লম্ব অভিক্ষেপের মান নির্ণয় করো
P Q এবং R বিন্দুত্রয়ের ক্রম সংযোজন দ্বারা উৎপন্ন ভেক্টরগুলো দ্বারা গঠিত ক্ষেত্র একটি সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
নিচের চিত্রানুসারে তিনটি ভেক্টরের লব্ধি শূন্য। OC→ \overrightarrow{O C} OC ভেক্টরটি X \mathrm{X} X অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45∘ 45^{\circ} 45∘ কোণ উৎপন্ন করে। OA→ \overrightarrow{\mathrm{OA}} OA ভেক্টরটির মান 5m 5 \mathrm{m} 5m।
A⃗=ı^+ȷ^−k^\vec{A}=\hat{\imath}+\hat{\jmath}-\hat{k}A=^+^−k^ ও B⃗=2ı^−2ȷ^−3k^\vec{B}=2 \hat{\imath}-2 \hat{\jmath}-3 \hat{k}B=2^−2^−3k^ দুটি ভেক্টর।
তিনটি বিন্দু A,BA,BA,B ও CCC এর স্থানাঙ্ক যথাক্রমে (2,1,1)(3,2,4)(2,1,1)(3,2,4)(2,1,1)(3,2,4) ও (1,−3,5)(1,-3,5)(1,−3,5)। কোনো সুষম বেগে গতিশীল বস্তুর B বিন্দু হতে C বিন্দুতে পৌছতে 2 sec সময় লাগলো। (সবকটি রাশি এসআই এককে প্রদত্ত]