অপরিচিতা
‘দক্ষযজ্ঞ’ বলতে ‘অপরিচিতা’ গল্পে কোনটিকে বুঝানো হয়েছে?
অপরিচিতা গল্পে দক্ষযজ্ঞ বলতে হট্টগোল বুঝিয়েছে; কল্যাণীর সাথে বিয়ে না দিয়ে উপরন্তু কৌশলে খাবার খাইয়ে মামাকে অপমানিত করায় তারা সবাই মিলে ভাংচুর, হট্টগোল করে- এটি বুঝাতেই দক্ষযজ্ঞ বলা হয়েছে।
দক্ষযজ্ঞ- প্রজাপতি দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ। এ যজ্ঞে পতিনিন্দা শুনে সতী দেহত্যাগ করেন। স্ত্রীর মৃত্যুসংবাদ শুনে শিব অনুচরসহ যজ্ঞস্থলে পৌছে যজ্ঞ ধ্বংস করে দেন এবং সতীর শব কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্যে মত্ত হন। এখানে প্রলয়কাণ্ড বা হট্টগোল বোঝাচ্ছে।
অতুলনীয় মাতৃস্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের প্রাবাল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃষেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না—দুর্বল অসহায় পক্ষীশাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়।
ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে-
হরিশ সম্পর্কে যে তথ্যটি সত্য-
i. অনুপমের বন্ধু
ii. আসর জমাতে অদ্বিতীয়
iii. কানপুরে চাকরি করে
নিচের কোনটি সঠিক?
ব্যক্তিত্ববোধে উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কোন চরিত্রটি অগ্রাধিকার পাবে?