দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত?
সুন্দরবনে বাংলাদেশ-ভারত সীমান্তের হাড়িয়াভাঙা নদীর মোহনায় বঙ্গোপসাগরে একটি দ্বীপ দক্ষিণ তালপট্টি। এই দ্বীপের ভারতীয় নাম পূর্বাশা বা নিউমুর। ২০১০ সালে এটি বিলুপ্ত হয়ে যায়।