সংখ্যা পদ্ধতির ইতিহাস ধারণা ও প্রকারভেদ
নিউমেরিক কোড হলো BCD কোড।
BCD কোড এর পূর্ণ রূপ হলো Binary Coded Decimal। দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তর করে BCD কোড তৈরি করা হয়। এই কোড সিস্টেমে দশমিক পদ্ধতিতে ব্যবহৃত ০ হতে ৯ পর্যন্ত প্রতিটি ডিজিট/অংককে প্রকাশের জন্য চারটি (৪) টি বাইনারি ডিজিট ব্যবহার করা হয়।