প্রক্ষেপক বা প্রাসের গতি
দুই বন্ধু সুমন ও রানা দেখল যে, ভূপৃষ্ঠস্থ O বিন্দু হতে একটি বস্তুকে 32 m s−132\ m\ s^{-1}32 m s−1 বেগে 30° কোণে নিক্ষেপ করায় 85 m দূরে অবস্থিত 2 m উঁচু AB দেয়ালের উপর দিয়ে বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হয়।
মহাকর্ষীয় বিভব কাকে বলে?
বল কীভাবে ক্রিয়াশীল থাকলে একটি বস্তু সমদ্রুতিতে গতিশীল থাকবে তা ব্যাখ্যা কর।
O বিন্দু হতে নিক্ষেপণের 1.2s সময় পরে নিক্ষিপ্ত বস্তুটির বেগ নির্ণয় কর।
উদ্দীপক অনুসারে নিক্ষেপণ কোণের সর্বনিম্ন কী পরিবর্তন করলে প্রাসটি AB দেয়ালে বাধা পাবে? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
উপরের চিত্রে একটি প্রাসের গতি দেখানো হলো। [g=10 m s−2][g=10\ m\ s^{-2}][g=10 m s−2]
চিত্রটি ভালোভাবে লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
শিকারী যখন বর্শাটি নিক্ষেপ করেন হরিণটি তখন স্থিরবস্থা থেকে 10 m s−210\ m\ s^{-2}10 m s−2 সমত্বরণে PQ বরাবর দৌড়াতে থাকে।