লজিক গেট ও adder

দুই বা ততোধিক ইনপুট বিশিষ্ট গেইট নয় কোনটি?

দুই বা ততোধিক ইনপুট বিশিষ্ট গেইট না হওয়া গেইট হল NOT গেইট

NOT গেইট কে ইনভার্টারও বলা হয়। এটি একটি একক ইনপুট গেইট যা ইনপুটের বিপরীত আউটপুট তৈরি করে।

উদাহরণস্বরূপ:

  • যদি ইনপুট 1 (TRUE) হয়, তাহলে আউটপুট 0 (FALSE) হবে।

  • যদি ইনপুট 0 (FALSE) হয়, তাহলে আউটপুট 1 (TRUE) হবে।

অন্যান্য গেইট যেমন AND, OR, NAND, NOR, XOR, ইত্যাদি দুই বা ততোধিক ইনপুট গ্রহন করে এবং ইনপুটের উপর নির্ভর করে আউটপুট তৈরি করে।

লজিক গেট ও adder টপিকের ওপরে পরীক্ষা দাও