৩.১ ইলেকট্রন বিন্যাস এর ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ
দুটি মৌলের পরমাণুর বহিঃস্তরে ইলেক্ট্রনীয় কাঠামো ns2 np1 এবং ns2 np6 হলে কোন মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে
অবস্থিত?
দুটি মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন কাঠামো হল ns2 np1 এবং ns2 np6, যেখানে n অরবিট অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রতিনিধিত্ব করে, s ও p অরবিটালকে নির্দেশ করে।
বহিঃস্তরে ইলেক্ট্রন কাঠামো ns2 np1 সহ প্রথম মৌলটি পর্যায় সারণির গ্রুপ 13 (বা গ্রুপ III) এর অন্তর্গত। এর কারণ হল এর s অরবিটালে দুটি ইলেকট্রন এবং p অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে। গ্রুপ 13 এর মৌলগুলো হলো- B, Al, Ga, In, Ti, Nh.
আবার, বহিঃস্তরে ইলেক্ট্রন কাঠামো ns2 np6 যা পর্যায় সারণির গ্রুপ 18 (বা গ্রুপ VIII) এর অন্তর্গত হবে। এর কারণ হল এর s অরবিটালে দুটি ইলেকট্রন এবং p অরবিটালে ছয়টি ইলেকট্রন রয়েছে। গ্রুপ 18 এর মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং এর মধ্যে রয়েছে He, Ne, Ar, Kr, Xe, Rn, Og
নিম্নের ইলেক্ট্রন বিন্যাস থেকে Cr(24) সনাক্ত কর।
রেডন (Rn) গ্যাস আবিষ্কার হয় কোন সালে?
হাইড্রোজেন পরমাণুর জন্য নিচের বিক্রিয়াগুলাে দেয়া হলাে-
i. H+H→H2
ii. HCl→H++Cl-
iii. H+e→H-
হাইড্রোজেন পরমাণুর উপরের কোন বিক্রিয়া / বিক্রিয়াসমূহ হ্যালােজেনের বিক্রিয়ার সদৃশ?
কোন ধাতুতে 4f অথবা 5f আংশিকভাবে পূর্ণ নয়?