তড়িত দ্বিমেরু

দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ পরস্পরের খুব নিকটে থাকলে কি গঠিত হয়?

দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করলে একটি তড়িৎ দ্বিমেরু গঠিত হয়। দুটি আধানের সংযোগকারী রেখাকে দ্বিমেরু অক্ষ বলে (Dipole axis)। দ্বিমেরুর অক্ষের মধ্যদিয়ে অতিক্রান্ত যেকোনো রেখাকে অক্ষীয় রেখা বলে। তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু দিয়ে অতিক্রান্ত কিন্তু অক্ষীয় রেখার সাথে লম্বভাবে অবস্থিত রেখাকে বিষুবরেখা বা নিরক্ষীয় রেখা বলে। তড়িৎ দ্বিমেরুর জন্য যে তড়িৎ ক্ষেত্র গঠিত হয়, তাকে দ্বিমেরু ক্ষেত্র বলে।

তড়িত দ্বিমেরু টপিকের ওপরে পরীক্ষা দাও