রেইনকোট
“দূরে কিংবা কখনো খুবই কাছে যাচ্ছে শোনা ফুটফাট গুলির আওয়াজ, ত্রাসে বুক কাঁপে, পারি না শুধোতে কে কোথায় গেল মরে, দম বন্ধ করে চুপ করে পড়ে থাকি ঘরের কবরে।”
উদ্দীপকের সাথে ‘রেইনকোট’ গল্পের সাদৃশ্য হলো-
i. পঁচিশে মার্চের রাতের আক্রমণ
ii. মানুষদের ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া
iii. গুলির আওয়াজ শুনতে পাওয়া
নিচের কোনটি সঠিক?
প্রশ্নে উল্লিখিত দৃশ্যগুলির মধ্যে সঠিক উত্তর হল
i. পঁচিশে মার্চের রাতের আক্রমণ - এই দৃশ্যটি সঠিক কারণ গল্পে মার্চ মাসের রাতে আক্রমণের বর্ণনা রয়েছে।
ii. মানুষদের ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া - এই দৃশ্যটি সঠিক কারণ গল্পে প্রধান চরিত্রগুলি কোনো একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল।
iii. গুলির আওয়াজ শুনতে পাওয়া - এই দৃশ্যটি সঠিক কারণ গল্পে লগ্ন হওয়ার পর গুলির আওয়াজ শুনে গল্পের মূল ঘটনা ঘটে।
তাহলে সঠিক উত্তরটি i, ii ও iii"।
'সাবভার্সিভ অ্যাকটিভিটিজ' বলতে কী বোঝায়?
আসাদ গেট বাসস্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে যারা দাঁড়িয়ে অপেক্ষা করছিল তাদের কী মনে করেছিল নুরুল হুদা? ' তারা—
মমতাজ উদ্দীন আহমদ রচিত নাটক ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’। এ নাটকের উজ্জ্বল চরিত্র দারোগা নুর মোহাম্মদ। অর্থ পুরস্কারের লোভে তিনি আকৃষ্ট হননি। তাই তো ব্রিটিশ সরকার কর্তৃক পুরস্কার ঘোষিত আসামি স্বদেশি আন্দোলনের নেতাকে হাতের নাগালে পেয়েও ছেড়ে দিয়েছেন। এভাবেই দেশের স্বাধীনতার জন্য কাজ করে যাওয়া বিপ্লবী চেতনার সাথে একাত্ম হয়ে গেছেন তিনি।