প্রাস সংক্রান্ত
দৃশ্যকল্প-১: সোজাসুজি একটি নদীর পার হতে সাঁতারুর t1t_1t1 সেকেন্ড সময় লাগে। স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করতে তার t2t_2t2 সেকেন্ড সময় লাগে।
দৃশ্যকল্প-২:
স্থিরাবস্থা থেকে একটি বস্তু 3 ms−2 3 \mathrm{~ms}^{-2} 3 ms−2 সমত্বরণে যাত্রা করু করলে কতক্ষণ পর এর বেগ 60 ms−1 60 \mathrm{~ms}^{-1} 60 ms−1 হবে?
দৃশ্যকল্প-১ অনুযায়ী সাঁতারুর গতিবেগ 20 cm/s 20 \mathrm{~cm} / \mathrm{s} 20 cm/s এবং স্রোতের গতিবেগ 10 cm/s 10 \mathrm{~cm} / \mathrm{s} 10 cm/s হলে t1:t2 t_{1}: t_{2} t1:t2 নির্ণয় কর।
দৃশ্যকল্প-২ এ OA = 49 মিটার হলে, OB এর দূরত্ব নির্ণয় কর।
একটি খাড়া দেওয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর x দূরত্বে কোন বিন্দু হতে 45° কোণে একটি বস্তু নিক্ষেপ করা হল। তা দেওয়ালের ঠিক উপর দিয়ে গেল এবং দেওয়ালের অপর পার্শ্বে y দূরত্বে গিয়ে মাটিতে পড়ল। দেখাও যে,
দেওয়ালটির উচ্চতা xy/x+y
দৃশ্যকল্প: একটি বস্তুকে আনুভূমিকের সাথে ‘alpha‘alpha‘alpha কোণে u বেগে নিক্ষেপ করা হলো ।