হাইড্রার চলন ও জনন পদ্ধতি এবং হাইড্রার মিথোজীবিতা
দেহপ্রাচীরের মাধ্যমে কোন প্রক্রিয়ায় Hydra রেচন সম্পন্ন করে?
হাইড্রার নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই।কোষ বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন সমৃদ্ধ বর্জ্যপদার্থ (প্রধানত অ্যামোনিয়া) ব্যাপন প্রক্রিয়ায় হাইড্রার দেহপ্রাচীরের মাধ্যমে কোষ থেকে চারপাশের পানিতে মুক্ত হয়।