লালসালু
ধর্ম মানুষের আজন্ম লালিত সংস্কৃতি। জীবনে নানা বিপদ, প্রতিবন্ধকতা ও টানাপোড়েন থাকেই। আবার সুখ ও প্রাচুর্যও থাকে পালাক্রমে। অর্থাৎ, সুখ ও দুঃখের প্রভাব মানবজীবনে ক্ষণস্থায়ী। কিন্তু ধর্মের প্রভাবে মানুষ আজীবন প্রভাবিত।
ট্রেনের ইঞ্জিনটা কীসের মতো পানি খায়?
'সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক।'- কাদের' সম্পর্কে এ কথা বলা হয়েছে? কেন?
মানব জীবনে সুখ ও দুঃখের যে প্রভাব উদ্দীপকে প্রকাশ পেয়েছে তার সাথে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্য দেখাও।
'ধর্ম মানুষের আজন্ম লালিত সংস্কৃতি-উদ্দীপকের এই উক্তিটি 'লালসালু' উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।
'কোটরাগত নিমীলিত সে চোখে একটুও কম্পন নেই।'
উক্তিটিতে ফুটে উঠেছে-
"তোমার দিলে কি ময়লা আছে” - কার দিল?
'লালসালু' উপন্যাসে মাতব্বর হিসেবে উল্লেখ করা হয়েছে কাকে?
'লালসালু' উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত হয়?