৫.২ বাংলাদেশ এর কয়লা ক্ষেত্র

ধাতু নিষ্কাশনে কোন কয়লাটি ব্যবহৃত হয় ?

অ্যানথ্রাসাইট কয়লা (Anthracite) : (অ্যানথ্রাসাইট হলো সবচেয়ে উন্নত মানের শক্ত কালো বর্ণের কয়লা। এতে ফিক্সড কার্বনের পরিমাণ 86% - 88% থাকে, জ্বালানি মান 14500 15500 BTU। এটির দহনে ছাই কম হয়। অ্যানথ্রাসাইট কয়লায় সালফার কম থাকে। ধোঁয়াবিহীন জ্বালানিরূপে বিদ্যুৎ উৎপাদনে ও ধাতু নিষ্কাশনে এটি ব্যবহৃত হয়।

৫.২ বাংলাদেশ এর কয়লা ক্ষেত্র টপিকের ওপরে পরীক্ষা দাও