বিদ্রোহী
“ধ্বংস দেখে ভয় কেন তোর?- প্রলয় নূতন সৃজন-বেদন। আসছে নবীন জীবন-হারা অসুন্দরে করতে ছেদন!
তাই সে এমন কেশে বেশে
প্রলয় বয়েও আসছে হেসে- মধুর হেসে!
ভেঙে আবার গড়তে জানে সে চির-সুন্দর!
তোরা সব ‘জয়ধ্বনি কর।'
'বিদ্রোহী' কবিতায় কবি কার হাতের বাঁশরী?
'বিদ্রোহী' কবিতায় কাকে খ্যাপা বলে আখ্যায়িত করা হয়েছে?
‘বিদ্রোহী' কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে?
আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,/যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।/যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ/আমি দেই তারে বুক ভরা গান; কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-