দ্বিরুক্ত শব্দ
ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্তি শব্দ কোনটি?
কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। যেমন: কড়কড়- মেঘের গর্জন; মিউ মিউ – বিড়ালের ডাক; কুহুকুহু – কোকিলের ডাক; মড়মড় – গাছ ভেঙে পড়ার শব্দ; ঘেউ ঘেউ – কুকুরের ডাক।