অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া
নালিবিহীন গ্রন্থি কোনটি?
থাইমাস গ্রন্থি (Thymus gland)
ট্রাকিয়ার দুদিকে অর্থাৎ বক্ষদেশ ও হৃৎপিণ্ডের ঠিক উপরে থাইরয়েড গ্রন্থির নিম্নপ্রান্তে দুটি থাইমাস গ্রন্থি থাকে। শৈশবে এ গ্রন্থি আকারে বেশ বড় থাকলেও বয়স বৃদ্ধির সাথে সাথে ছোট হতে থাকে। এ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো থাইমোসিন বা থাইমিন (thymosin or thvmin) |