নেটওয়ার্কের ধারনা ও গুরুত্ব

নিউরাল নেটওয়ার্ক তৈরিতে কোন কৃত্রিম নিউরণগুলো ব্যবহৃত হয়?

  • এটি সবচেয়ে সহজ এবং প্রাথমিক ধরনের কৃত্রিম নিউরণ। একটি পারসেপট্রন একাধিক ইনপুট নিয়ে তাদের ওজন (Weight) অনুযায়ী গাণিতিকভাবে যোগফল বের করে এবং একটি সক্রিয়করণ ফাংশন (Activation Function) প্রয়োগ করে আউটপুট তৈরি করে।

  • ব্যবহার: একক লেয়ারের নিউরাল নেটওয়ার্কে এবং লজিস্টিক রিগ্রেশন মডেলে ব্যবহৃত হয়।

নেটওয়ার্কের ধারনা ও গুরুত্ব টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?

কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করলেন এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য কমিউনিকেশনের মাধ্যমে পরিবর্তন সিদ্ধান্ত নিলেন । উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি?

নিচের উদ্দীপকটি পড়ো প্রশ্নের উত্তর দাও:

রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তাঁর থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একইসাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিচ্ছে।

উদ্দীপকে নেটওয়ার্কের ধরণ হচ্ছে-

i. LAN

ii. MAN

iii. WAN

নিচের কোনটি সঠিক?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাহাড়ি এলাকায় প্রায় ১০ – ১২ কি. মি. বিস্তৃত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নিজ নিজ উদ্যোগে ইন্টারনেট সেবা ব্যবহার করছে, যা অত্যন্ত ব্যয়বহুল। ভিসি মহোদয়ের নিকট সমস্যাটি উপস্থাপন করা হলে তিনি বিশ্ববিদ্যালয়ের IT ইনচার্জের পরামর্শে কেন্দ্রীয় (একক নিয়ন্ত্রিত) ইন্টারনেট সেবা চালু.. করেন। কিন্তু দূরত্ব ও পাহাড় উঁচু-নিচুর কারণে কিছু বিভাগে ইন্টারনেট সেবার মানে দুর্বলতা দেখা দিল