পেশির গঠন, প্রকারভেদ ও কাজ এবং 'রডস ও লিভার
নিচের কোনটিতে কংকাল পেশী বিদ্যমান?
যেসব পেশিটিস্যু রৈখিকভাবে বিন্যস্ত পেশিতন্তু দিয়ে গঠিত এবং প্রাণীর ইচ্ছামত সংকুচিত ও প্রসারিত হয়ে দেহ সঞ্চালনে মূখ্য ভূমিকা পালন করে তাদের কঙ্কাল পেশি বলে।এ পেশি টেন্ডন দিয়ে অস্থি সাথে যুক্ত।বড় বড় অস্থির সংযোগস্থলে কঙ্কাল পেশি পাওয়া যায়। এ ছাড়াও চোখ, জিহ্বা, গলবিলে ও কঙ্কাল পেশি থাকে।