৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী
নিচের কোনটি অপোলার দ্রাবক?
যেসকল যৌগ জলীয় দ্রবণে দ্রবীভূত থাকা অবস্থায় আংশিক (+)ve এবং (-)ve প্রান্ত তৈরি করে তাকে পোলার যৌগ বলে। আর যে করে না তাকে অপোলার যৌগ বলে। আবার, যৌগের মৌল দ্বয়ের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নিম্নরূপঃ
সুতরাং (3 - 2.5) = 0.5 মানে নন পোলার হবে।