পুষ্পপত্রবিন্যাস,পুষ্পপুট,অমরাবিন্যাস ও ফল

নিচের কোনটি অমরা বিন্যাসের প্রকার নয়?

মাজেদা বেগম ম্যাম

মার্জিনাল (Marginal) বা একপ্রান্তীয়: এক্ষেত্রে একপ্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়ের এক কিনার বরাবর প্লাসেন্টা থাকে।

যেমন- Pisum sativum (মটরশুটি), Lablab purpureus (শিম)।

(ii) অ্যাক্সাইল (Axile) বা অক্ষীয়: এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে এবং প্রতিটি কক্ষে মধ্যঅক্ষে

প্লাসেন্টা থাকে। যেমন— Hibiscus rosa-sinensis (জবা), Abelmoschus esculentus (ঢেঁড়স)।

(iii) ফ্রি সেন্ট্রাল (Free central) বা মুক্তমধ্য: এক্ষেত্রে গর্ভাশয়ে একটি প্রকোষ্ঠ থাকে এবং মধ্যঅক্ষে প্লাসেন্টা থাকে।

যেমন- তুঁত, Portulaca oleracea (নুনিয়া শাক)।

(iv) প্যারাইটাল (Paraietal) বা বহুপ্রান্তীয়: এক্ষেত্রে গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টাসমূহ

থাকে পরিধীয় দেয়ালে। যেমন— Cucumis sativus (শশা), Lagenaria vulgaris (লাউ)।

(v) সুপারফিশিয়্যাল (Superficial) বা গাত্রীয়: এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট থাকে এবং প্লাসেন্টা প্রস্থ

প্রাচীরে থাকে। যেমন- Nymphaea nouchali (শাপলা), Nelumbo nucifera (পদ্ম)।

পুষ্পপত্রবিন্যাস,পুষ্পপুট,অমরাবিন্যাস ও ফল টপিকের ওপরে পরীক্ষা দাও