সমাস

নিচের কোনটি 'অলুক তৎপুরুষ' সমাসের উদাহরণ?

অলুক তৎপুরুষ সমাস :
কিছু কিছু  তৎপুরুষ সমাসে বিভক্তি লােপ পায় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে।
যেমন ,
গায়ে পড়া = গায়েপড়া।
তেলে ভাজা = তেলেভাজা।
কলে ছাঁটা = কলে ছাঁট।
কলের গান=  কলেরগান।
গোরুর গাড়ি =গোরুরগাড়ি ।

নঞ্‌ তৎপুরুষ সমাস:
না-বাচক নঞ্‌ অব্যয় (না, নেই, নাই, নয়) পুর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্‌ তৎপুরুষ সমাস বলে। যেমন -
অনতিদূর = ন অতিদূর, ন আচার = অনাচার, ন কাতর = অকাতর।
এরূপ, অনাদর, নাতিদীর্ঘ, অভাব, বেতাল ইত্যাদি।

উপপদ তৎপুরুষ সমাস 
উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে - সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।যেমন - অগ্রগামী, বনবাসী, ধামাধরা, ছেলেধরা, জাদুকর,ছাপোষা ইত্যাদি৷
চতুর্থী তৎপুরুষ। যেমন : গুরুভক্তি, হজ্বযাত্রা, রান্নাঘর, বিয়েপাগলা ইত্যাদি।

চতুর্থী তৎপুরুষ: গুরুভক্তি, হজ্বযাত্রা, রান্নাঘর, বিয়েপাগলা ইত্যাদি।

তথ্যসূত্র:- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি , নবম-দশম শ্রেণি।

সমাস টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question