৫.৫ ইউরিয়া, কাঁচ, সিরামিক, pulp পেপার সিমেন্ট উৎপাদন
নিচের কোনটি চায়না ক্লের সংকেত?
চায়না ক্লে একধরণের সাদা চিনামাটি। এটি সর্বপ্রথম চীনারা ব্যবহার করে সিরামিক দ্রব্য উৎপন্ন করতে। এটি কেওলিন, হাইড্রেডেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট প্রভৃতি নামে পরিচিত। অর্থাৎ এটি হচ্ছে, পানি, অ্যালুমিনিয়াম ও সিলিকনের সমস্বয়ে সৃষ্ট যৌগ। চায়না ক্লের সংকেত Al2O3.2SiO2.2H2O.