ব্রায়োফাইটা এবং Riccia এর আবাস, গঠন ও শণাক্তকারী বৈশিষ্ট্য
নিচের কোনটি জলজ প্রজাতির?
Riccia fluitans ভাসমান জলজ।Riccia একটি বড় গণ। প্রায় ২০০টি প্রজাতি নিয়ে এই গণ গঠিত। এর মধ্যে শুধুমাত্র Riccia fluitans ভাসমান জলজ। Riccia fluitans ছোট ছোট ডোবা-পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। বর্ষাকালেই Riccia অধিক জন্মায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
থ্যালাসের নিম্নাংশের বর্ণহীন অঞ্চলকে কি বলে?
Clab Moss বলা হয়-
রওনক একাদশ শ্রেনীর ছাত্র। সে একদিন তার বাড়ির পাশের পাটক্ষেতের জমিতে চক্রাকার সবুজ দ্যাগ্র শাখান্বিত এক ধরণের থ্যালয়েড উদ্ভিদ জন্মাতে দেখতে পেল।
রওনকের সংগৃহীত নমুনাটি কোন শ্রেণির উদ্ভিদ?
Riccia-র থ্যালাসের ক্ষেত্রে যা প্রযোজ্য-
i. দ্ব্যাগ্র শাখাযুক্ত
ii.একে রোসেট বলা হয়
iii. বহুকোষী শল্ক ও এককোষী রাইজয়েডযুক্ত
নিচের কোনটি সঠিক?