বিবর্তনতত্ত্বের ধারণা ও বিবর্তনের মতবাদসমূহ

নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম?

আলীম স্যার

সিলাকান্থ নাকম মাছ, লিমিউলাস বা রাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণী, স্ফেনোডন নামে সরীসৃপ প্রাণী, পেরিপেটাস নামে সন্ধিপদ প্রাণী, প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী ইত্যাদি এবং ইকুইজিটাম, নিটাম ও গিঙ্কগো বাইলোবা নামের উদ্ভিদগুলি জীবন্ত জীবাশ্মের উদাহরণ ।

বিবর্তনতত্ত্বের ধারণা ও বিবর্তনের মতবাদসমূহ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে জিরাফ এর খাঁচার সামনে এসে প্রাণীটির লম্বা গলা দেখে শিক্ষার্থীরা বিস্ময়াভিভূত হলো। এ ব্যাপারে শিক্ষার্থীরা তাদের জীববিজ্ঞান ২য় পত্রের শিক্ষককে প্রশ্ন করলে তিনি বললেন,"বিবর্তনের ধারায় প্রতিটি জীবই নতুন পরিবেশে নিজেকে অভিযোজিত করার জন্য জীবন সংগ্রামে লিপ্ত হয়।“

একটি বাণিজ্যিক মহাকাশযানের নভোচারী রহস্যময় অজানা উৎসের অনুসন্ধান করতে গিয়ে একটি জীবন্ত ফসিলের সন্ধান পান। এটির সাদা দাগসহ কালো রঙের। আরেকটি প্রজাতি পাওয়া গেছে যা পাখির বৈশিষ্ট্য বহন করে কিন্তু বাচ্চা মায়ের দুধ পান করে বেঁচে থাকে এবং তাদের দেহ পশম দ্বারা আবৃত।

জীববিজ্ঞানের ইতিহাসে দু'জন বিজ্ঞানীর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। একজন বংশগতির সূত্রাবলী আবিষ্কার করেন এবং অপরজন বিবর্তন সম্পর্কিত প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রদান করেন।

লিমা চিড়িয়াখানার মূল ফটকে জিরাফ ও ডাইনোসর এর ছবি দেখে ভিতরে প্রবেশ করল। সে চিড়িয়াখানায় লম্বা গলাবিশিষ্ট জীবন্ত জিরাফ দেখলেও ডাইনোসর দেখতে পেল না।