ব্যাকটেরিওফাজ ও ভাইরাসজনিত রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের উপায়
নিচের কোনটি নির্ণয়ের জন্য এইচবি সারফেস অ্যাটিজেন (HBsAg) পরীক্ষা করতে হয়?
রক্তে বিলিরুবিনের এবং SGPT এর মাত্রা বদ্ধি। এ দুটি পরীক্ষার মাধ্যমে রোগ সঠিকভাবে নির্ণয় করা যায়। হেপাটাইটিস B নির্ণয়ের জন্য রক্তের এইচবি সারফেস অ্যান্টিজেন (HBsAg) পরীক্ষা করতে হয়।
কোনটি ভাইরাসজনিত রোগ?
রাকিব তীব্র জ্বরে আক্রান্ত। তার অস্থি সন্ধি ও মাংস পেশিতে ব্যথা। চোখ লাল ও দেহে ফুসকুঁড়ি উঠেছে।
উদ্দীপকে রোগটি প্রতিরোধে করণীয় হলো –
এসপিরিন জাতীয় ওষুধ সেবন
দিনের বেলায় মশারী টাঙিয়ে ঘুমানো
বাড়ির আশেপাশে পানি জমতে না দেওয়া
নিচের কোনটি সঠিক?
নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়?
কোনটি রোগ নয় কিন্তু রোগের লক্ষণ সমষ্টি?