কুকুরের লালার প্রতিবর্তী ক্রিয়ার (Reflexes) উপর Pavlov বর্ণনা ও মৌমাছির সমাাজিক সংগঠন।
নিচের কোনটি পুরুষ মৌমাছির জীবনকাল?
পুরুষ মৌমাছি রানী অপেক্ষা আকারে কিছুটা ছোট এবং লম্বায় ১৫-১৭ মিলিমিটার । সাধারণভাবে পুরুষের আযু ৫০-৬০ দিন হলে থাকে। পুরুষ মৌমাছিরা নিজেরা খাদ্য সংগ্রহে অক্ষম।
মৌমাছির বৈজ্ঞানিক নাম কি?
রাফিয়ার মা নেকটার, পানি ও রেণু ইত্যাদি দ্বারা তৈরি এক ধরনের প্রাকৃতিক মিষ্টিজাতীয় বস্তুর সাথে ডিম ও পাউরুটিসহকারে সকাল বেলা নাস্তা তৈরি করেন।
শিমুল দেখল কর্মী মৌমাছিগুলো কিছু তরুণ মৌমাছিকে খাওয়াচ্ছে। মৌমাছির এ আচরণ অবশ্যই কোন একটি উদ্দীপনার প্রতি সাড়াদানকে প্রমাণিত করে।
উদ্দীপকে উল্লিখিত উদ্দীপনার কারণ কী?
প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রিত হয় কোন অঙ্গ দ্বারা?