১.১৭ অনুবন্ধি অম্ল ক্ষারক
নিচের কোনটি লুইস এসিড?
লুইস এসিড হল এমন একটি রাসায়নিক যৌগ যা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে।
ফেরিক ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু আয়রন (Fe) এর যোজ্যতা স্তরে ফাঁকা অরবিটাল রয়েছে। তাই এটি ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং একটি লুইস এসিড।