অর্ধপরিবাহীর ধারনা ও প্রকারভেদ

নিচের কোনটি শক্তিব্যান্ড?

তপন স্যার,Admission_Weekly_25

কোনো পদার্থে বিভিন্ন পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেক্ট্রনগুলোর শক্তির সামান্য তারতম্য হয়। একই কক্ষপথে অবস্থিত এই সকল ইলেক্ট্রনের শক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাকে শক্তি ব্যান্ড বলে।

প্রথম কক্ষপথের ইলেক্ট্রন দ্বারা সৃষ্ট শক্তি ব্যান্ড হলো প্রথম শক্তি ব্যান্ড। অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয় কক্ষপথের ইলেক্ট্রন দ্বারা ব্যান্ডকে যথাক্রমে দ্বিতীয় ব্যান্ড ও তৃতীয় শক্তি ব্যান্ড বলে। এগুলো হচ্ছেঃ যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এবং নিষিদ্ধ ব্যান্ড।

অর্ধপরিবাহীর ধারনা ও প্রকারভেদ টপিকের ওপরে পরীক্ষা দাও