সহজাত আচরন(ইনসটিংক্টস)
নিচের কোনটি সমগোত্রীয় পাখির উদাহরণ নয়?
শীতের পাখির মাইগ্রেশন বা পরিযান
প্রত্যেক প্রাণীর জন্যই পরিবেশে কিছু না কিছু প্রতিকূল বিষয় থাকে । এসব বিষয় অনেক সময় ঋতুভিত্তিক দেখা
দেয় । ঋতুগতভাবে পরিবর্তনশীল পরিবেশ মোকাবিলায় প্রাণী যে সব কার্যকর পদ্ধতি উদ্ভাবন করেছে তারই একটি হচ্ছে
মাইগ্রেশন (migration) বা পরিযান । প্রাণী তখন অনুকূল পরিবেশের উদ্দেশে যাত্রা করে । প্রকৃত অর্থে পরিযান বলতে
উভয়মুখি চলাচলকে বুঝায় অর্থাৎ স্থায়ী বাসভূমি থেকে নতুন কোনো অনুকূল পরিবেশে যাত্রা এবং সেখানে সাময়িক
বসবাসের পর পুনরায় স্থায়ী বসতিতে প্রত্যাগমন । এরকম যাতায়াত সাধারণত একই পথ অনুসরণ করে বছরের নির্দিষ্ট
সময়ে সংঘটিত হয় । পাখির পরিযান এধরনের । পাখির জগতে পরিযান ব্যাপক বিস্তৃত । প্যালিআর্কটিক অঞ্চলের ৪০
শতাংশ পাখি-প্রজাতি পরিযায়ী । পাখিদের পরিযান বিজ্ঞানীদের কাছে আজও রহস্যাবৃত ঘটনা, তবে যে কয়েকটি সম্ভাব্য
কারণ উল্লিখিত হয়েছে তা হচ্ছে-খাদ্যের স্বল্পতা, শীতের তীব্রতা, পূর্বপুরুষীয় বাসভূমিতে প্রত্যাবর্তন ইত্যাদি ।
স্থানীয় পরিযান সাধারণত কয়েকশ ফুট থেকে ১-২ মাইল পর্যন্ত হয়, যেমন-হিমালয়ান পার্ট্রিজ (একধরনের
তিতির) । অন্যদিকে, আর্কটিক টার্ণ ১১ হাজার মাইল পাড়ি দিয়ে শীতকালে অ্যান্টার্কটিকার উপকূলে এসে হাজির হয় ।
কিছু পাখি মাটির সামান্য উপর দিয়ে উড়ে গেলেও সুশৃঙ্খল পরিযানের অংশগ্রহণকারী পাখি মাটি থেকে প্রায় ৩ হাজার
থেকে ২০ হাজার ফুট উচ্চকায় আন্দিজ ও হিমালয় পর্বতকেও অতিক্রম করে যায়। পাখিরা সাধারণত একদিনে ৫ - ৬
ঘন্টা উড়বার পর খাদ্য ও পানীয়ের জন্য বিশ্রাম নেয়, কিন্তু গোল্ডেন পোভার পাখির বিরতিহীনভাবে উড়ে ১৪০০ মাইল
দূরবর্তী দক্ষিণ আমেরিকায় পৌঁছার প্রমাণ আছে। পরিযানের সময় পাখিরা সৃশৃঙ্খল রীতি মেনে চলে । প্রথমে বয়স্ক
পাখিরা পরিযায়ী হতে শুরু করে, পরে স্ত্রী ও তরুণরা অনুসরণ করে । ফিরতি অভিযানে তরুণরাই নেতৃত্ব দেয় বলে জানা
গেছে । পরিযানের নিয়ম ও সময় সবসময় ঠিক থাকে । অস্বাভাবিক আবহাওয়ায় কিছুটা ব্যতিক্রম না ঘটলে কিছু প্রজাতির
পরিযান-সময় ও শীতভূমি পরিত্যাগ-সময় বছরের পর বছর প্রায় একই থাকে, দুএকদিন এদিক-ওদিক হতে পারে । তা
ছাড়া, পাখিরা সবসময় একই পথ ধরে পরিযায়ী হয় এবং ঠিক আগের জায়গায় গিয়ে পৌছে ।
উদ্দিপকের 'A' চিহ্নিত অংশের বৈশিষ্ট্য -
স্কেলেরোপ্রোটিনে গঠিত
স্টিলের চেয়ে ৫গুন শক্ত
স্পিনারেটের মাধ্যমে সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
সহজাত আচরণ হলো—
i. মৌমাছির মৌচাক তৈরি করা
ii. পিনের খোঁচা লাগলে হাত সরিয়ে ফেলা
iii.মাকড়শার জাল বোনা
নিচের কোনটি সঠিক?
প্রাণীর সহজাত আচরণ হলো-
নিচের কোনটি সঠিক?
প্রজনন ঋতুতে কোন জীবের স্বরথলি ফুলে যায়?