সরল দোলন গতি
নিচের কোনটি সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ?
কোনো কণার উপর ক্রিয়াশীল বল F এবং সরণ x হলে সরল দোলন গতির ক্ষেত্রে,
এ ধ্রুবক k কে বলা হয় বল ধ্রুবক। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আবার আমরা জানি বস্তুর ভর m এবং ত্বরণ a হলে, F=ma
আবার
তাহলে +ω2x=0
এটিই সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ হিসেবে পরিচিত।
একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে-
অভিকর্ষজ ত্বরণ শূন্য হবে
দোলনকাল অসীম হবে
কার্যকর দৈর্ঘ্য হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য অর্ধেক করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল -
সরলদোলগতি সম্পন্ন কোনো কণার গতির সমীকরণ ,হলে এর -
পর্যায়কাল 3s
সর্বোচ্চ বেগ 1.88 ms-1
আদি দশা 60o
চিত্রানুযায়ী A বিন্দুতে নিচের কোনটি সঠিক?